পিবিএ, ঢাকা : বিয়ে করছেন বাংলাদেশ পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারখ্যাত বোলিং বিস্ময়ের বিয়ে করার বিষয়টি তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। মোস্তাফিজের বিয়ের কেনাকাটাও শেষ। এখন শুধু মালাবদলের অপেক্ষা। কাটার-সুইংয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ানো ফিজের বিয়ে শুক্রবার। জোর গুঞ্জন, পাত্রী তারই এলাকা সাতক্ষীরার। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)।
মোস্তাফিজের পারিবারিক সূত্রটি এর বেশি কথা বলতে রাজি হননি। কারণ তিনি নিজেই চান না তার বিয়ের বিষয়টি নিয়ে হইচই হোক।২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় মোস্তাফিজুরের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করে সাড়া ফেলে দেন ক্রিকেট বিশ্বে। এখন পর্যন্ত তিনি ৪৩টি ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এর আগে গেল শনিবার জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই তার আকদ হয়। এ হার্ডহিটার ব্যাটসম্যানের স্ত্রীর নাম অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে।
পিবিএ/এমএস