বিয়ে করতে রাজি না, প্রেমিককে এসিড নিক্ষেপ

পিবিএ,ডেস্ক: প্রায় তিনি বছরের বেশিদিনের সম্পর্ক। কিন্তু বিয়ে করতে বলায় রাজি হচ্ছিল না প্রেমিক। এমনকি সম্পর্ক ভেঙ্গে ফেলার তাগিদও দিচ্ছিলো প্রেমিকাকে। তাই রাগে ক্ষোভে প্রেমিকের মুখে এসিড নিক্ষেপ করে প্রেমিকা। এই ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। খবর এনডিটিভির।
দেশটির পুলিশ জানায়, গত ১১ জুন এক যুগলের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে তারা ফোন পায়। এরপর পুলিশ হাসপাতালে গিয়ে দেখেতে পায়, এক নারীর এসিডে সামান্য হাত পুড়ে গেছে, কিন্তু যুবকের মুখে, গলায় ও বুকে এসিডে তীব্রভাবে পুড়ে গেছে। তবে কে তাদের ওপর হামলা চালালো পুলিশ কিছুতেই এ ঘটনার কূলকিনারা খুঁজে পাচ্ছিলো না। ওই যুগল জানায়, তারা মটরসাইকেলে যাওয়ার পথে এ হামলার শিকার হয়। তবে ঘটনার শিকার ওই যুবক যখন পুলিশকে জানায় তার প্রেমিকা যাত্রাপথে তাকে হেলমেট খুলতে বলে। এতেই পুলিশ সূত্র খুঁজে পায়। পরবর্তীতে পুলিশ ওই মেয়েকে জেরা শুরু করে। একপর্যায়ে তিনি তার প্রেমিকার ওপর এসিড নিক্ষেপ করেছেন বলে স্বীকার করেন। পুলিশ জানায়, ওই মেয়ে তার পার্সে একটি বোতলে করে এসিড নিয়ে যান। ইতিমধ্যে ওই প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
পিবিএ,বাখ

আরও পড়ুন...