বিয়ে করেছেন ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা খ্যাত জনপ্রিয় অভিনেতা ও মডেল জিয়াউল হক পলাশ। তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। সম্প্রতি পলাশ-নাফিসার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঘরোয়া পরিবেশে তাদের হয়েছে বলে জানা গেছে।
পলাশের স্ত্রী নাফিসা নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। সেই সঙ্গে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করছেন।
জানা যায়, পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা। পূর্বপরিচিতা থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন। গত বছরের নভেম্বর মাসে পরিবারের সম্মতিতে নাফিসার সঙ্গে পলাশ পরিচিত হন। সম্প্রতি পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ।
বিয়ে সম্পর্কে পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে গুরুত্ব দিয়ে বিয়ে করেছি। দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।