বিয়ে স্থগিত ‘ফণী’র কারণে

পিবিএ ডেস্ক : বিয়ের সব আয়োজন চলছিল নির্ধারিত নিয়মেই। তবে বিয়ের আয়োজনের মধ্যেই ব্যাপক শোরগোল বাধিয়ে দিল প্রবল ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার (৩ মে) বিয়ের দিন ধার্য ছিল থেকেই।

তবে হঠাৎ করেই বুধবার (১ মে) বিকেলে কনের বাবার কাছে ফোন এল বর পক্ষের। বলা হলো বিয়ে পেছানোর কথা। কয়েক সেকেন্ড চুপ থাকার পরে শেষ পর্যন্ত বর পক্ষের কথাতেই বিয়ে স্থগিত রাখতে রাজি হয়ে যান মেয়ে পক্ষ। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরে। শুক্রবার (৩ মে) বিয়ের দিন ধার্য ছিল গৌতম মণ্ডল ও অনিতা মাইতির। কিন্তু ঘূর্ণিঝড় ফণী নিয়ে সতর্কবার্তায় বিয়ে স্থগিত রাখতে বাধ্য হয়েছে দুই পরিবারই।

এ বিষয়ে মেয়ের বাবা নিমাই মাইতি বলেন, মেয়ের বিয়ে পিছিয়ে গেলে মানসিক অবস্থা কী হতে পারে, বুঝতেই পারছেন। কী করব, দুর্যোগের কাছে মানুষ তো নিছকই খেলনা। এদিকে শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এই মুহূর্তে সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।

পিবিএ/এমএস

আরও পড়ুন...