মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর পরিবারকে নৌবাহিনীর সহায়তা

পিবিএ,খুলনা: বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত নৌসদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক বীর বিক্রম এর পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার আর্থিক সহায়তা হিসেবে তার স্ত্রীর হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ৩০ জুলাই ২০২০ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার এই মৃত্যুতে নৌবাহিনী গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

মরহুম আব্দুল খালেক বীর বিক্রম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১ জুন ১৯৬৩ তারিখে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান এবং ১৯৬৯ সালে স্বেচ্ছায় অবসওে গমন করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে ৭ নম্বর সেক্টরের অধীনে সাব সেক্টর-৪ এ হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে এবীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলী ইউনিয়নের খেতুর গ্রামে হানাদার বাহিনীর ক্যাম্প ধ্বংস করার সময় শত্রু পক্ষের বুলেটের গুলিতে বুকে আঘাত প্রাপ্ত হন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার অবসরপ্রাপ্ত নৌসদস্য মরহুম আব্দুল খালেককে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...