বুড়িমারী থেকে আন্তঃনগর ট্রেন চলাচলের দাবিতে রেলপথ অবরোধ

পিবিএ,লালমনিরহাট প্রতিনিধি: বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি ঢাকা থেকে বুড়িমারী চলাচলের দাবিতে লালমনিরহাটে হাতীবান্ধায় রেল ও সড়ক পথ অবরোধ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা রেল স্টেশনে স্থানীয় জনতা রেল পথ অবরোধ করে বুড়িমারী থেকে ছেড়ে আসা পাবর্তীপুরগামী বুড়িমারী কমিউটার ৬৩, ট্রেনটি আটক করে। পরে হাতীবান্ধা বন্দর বাস স্ট্যান্ডে সড়কপথ অবরোধ করে স্থানীয় জনতা।

সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্ত:নগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন কমিটির আয়োজনে অবরোধ কর্মসূচীতে বক্তব্য দেন,কমরেড শওকত হোসেন আহমেদ, সাহেদুজ্জামান কোয়েল, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, ফারুক হোসেন নিশাদ প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন, বিগত সরকার ১৪ বছর আগে পাটগ্রাম উপজেলার দহগ্রামে এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বুড়িমারী এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন সরাসরি ভাবে ঢাকা থেকে বুড়িমারী চলাচল করবে। সেটি চলতি বছর চালু হলেও সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চলাচল না করে লালমনিরহাট থেকে ঢাকা চলাচল করে। এতে ট্রেন সেবা থেকে বঞ্চিত হয় জেলার চারটি উপজেলার মানুষ।

আরও পড়ুন...