বুধবার থেকে তিতুমীর কলেজের সব বর্ষের ক্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে চালু হচ্ছে সব বর্ষের ক্লাস।

এর আগে দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.), লক্ষ্মীপূজা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গত ১ অক্টোবর (শনিবার) থেকে ১০ অক্টোবর (সোমবার) পর্যন্ত কলেজের সব বর্ষের ক্লাস স্থগিত ছিল।

তবে ক্লাস স্থগিত থাকলেও সরকারি ছুটি ব্যতীত অফিস ও বিভাগগুলো খোলা ছিল। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম যথারীতি চলমান ছিল।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কলেজ অধ্যক্ষের প্রধান সহকারী মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত কলেজের সব বর্ষের ক্লাস স্থগিত ছিল। আগামীকাল থেকে পুনরায় সকল বর্ষের ক্লাস ও পরীক্ষা চলবে।

আরও পড়ুন...