বুয়েট ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কক্ষ সিলগালা

পিবিএ,ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলে হলে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি হলের তিনটি কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া অবৈধ ও বহিরাগতদের হল ছেড়ে চলে যেতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান রুমগুলো সিলগালা করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর এ পদক্ষেপ নেয়া হলো।

এছাড়া বুয়েট ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষ সিলগালা করা হয়।

বুয়েটের আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে থাকতেন বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামিউস সানি। অন্যদিকে শেরেবাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকবেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল। আবরার ফাহাদ হত্যা মামলায় রাসেল গ্রেপ্তার হয়েছেন।

এর আগে বুয়েটের হলগুলো থেকে সিট দখলকারীদের উচ্ছেদ ও ছাত্রসংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...