পিবিএ,ডিএমসি: বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব খ্যাত আবুল বাজানদারের চিকিৎসার জন্য পুনরায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ডা. আবুল কালাম জানান, নতুন করে বাজানদারের চিকিৎসায় এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার নতুন করে আবার কিছু পরিক্ষা-নিরিক্ষা করানো হবে। ওই রিপোর্ট হাতে আসলেই তার আবার অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল বোর্ডের ৮ চিকিৎসকের নামের তালিকার বাইরেও আরেক চিকিৎসককে পরে এই বোর্ডে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
পিবিএ/এইচএ/জেডআই