পিবিএ,কয়রা(খুলনা): খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সারাদেশে একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীববৈচিত্র সংরক্ষণের উদ্ভাবকও ছিলেন বঙ্গবন্ধু। বৃক্ষ নিধন, জলাভূমি ভরাট, পাহাড় কাটা, নদী দূষণ ও কৃষি জমিতে রাসায়নিকের যথেষ্ঠ ব্যবহার বন্ধসহ পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, জাতি হিসেবে পরিবেশ রক্ষার দায়িত্ব সবার।
আর পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার মাধ্যমে দেশের সবুজ উন্নয়ন নিশ্চিত করতে হবে, পরিবেশগত সুরক্ষা এবং জীববৈচিত্র রক্ষায় গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। পরমুখাপেক্ষী না থেকে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় সেগুলো তুলে ধরে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন, দূষণমুক্ত, পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়তে হলে আমাদের পরিবেশ সংরক্ষণকে মূল ধারায় নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের প্রভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এই পরিস্থিতিতে টেকসই উন্নয়নের মাধ্যমে সবুজ অর্থনীতি গড়ার কোনো বিকল্প নেই।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ১ নম্বর আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলা যুবলীগ আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এ কথা বলেন।
তিনি আরও বলেন,মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে সামাজিক বনায়ন ব্যাপকভাবে বাড়াতে হবে। সরকারি উদ্যোগ কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিপর্যায়েও বৃক্ষরোপণ ও বনানী পরিচর্যায় সুদৃষ্টি দিতে হবে।কয়রা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরে-ই আলম সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, আমাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির আলী গাইন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবুর ঢালী, সাধারণ সম্পাদক নির্মল কুমার দাশ,বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান, এম এম ইমরান হোসেন, কাজী মেহেদী হাসান রাজা, কবিরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম, ইমরান হোসেন জ্যাকি, মৃনাল কান্তি বাছাড়, বাধন হালদার, শেখ মোঃ রাসেল, শেখ হেলাল বাবু, চিন্ময় রায়, তায়জুল ইসলাম, অনুপম মন্ডল, কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। এর আগে দুপুর ১২টায় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ৩নম্বর আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালযের শ্রেণী কক্ষে নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পিবিএ/ওবায়দুল কবির সম্রাট/এসডি