বৃদ্ধ মা-বাবাকে দেখাশোনা না করলে জেল হবে সন্তানের

পিবিএ ডেস্ক: যদি কোন সন্তান বৃদ্ধ মা-বাবার দেখাশোনা না করে তাহলে সেই সন্তানকে জেলে যেতে হবে। বিহারের মন্ত্রীসভা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

পাশাপাশি মুখ্যমন্ত্রী পেনশন যোজনায় রাইট ট্যু সার্ভিস অ্যাক্টেও সামিল করা হয়েছে।

একই সঙ্গে কাশ্মীরে পুলোয়ামা হামলায় যেসব জওয়ানরা শহিদ হয়, তাদের পরিবারের যে কোন একজন সদস্যকে চাকরি দেওয়ার কথাও এদিন ঘোষনা করেন বিহারে মুখ্যমন্ত্রী। যে সমস্ত পরিবারের সদস্যরা পুরোপুরি ভাবে শহিদদের ওপর নির্ভরশীল ছিলেন তাদের চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...