পিবিএ স্পোর্টস: চট্টগ্রামে গতকালের মতো আজও বৃষ্টি হচ্ছে। এই কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। সোমবার ম্যাচের শেষদিন সকাল দশটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
বৃষ্টির কারণে তিন দফায় খেলা বন্ধ না হলে ম্যাচটি গতকালই শেষ হয়ে যেতে পারতো। ম্যাচের বর্তমান যে অবস্থা তাতে একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। তাছাড়া বাংলাদেশের হার নিশ্চিত। রবিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।
দিন শেষে সাকিব ৩৯ রানে ও সৌম্য শূন্য রানে অপরাজিত ছিলেন। আউট হন লিটন, মোসাদ্দেক, মুশফিক, মুমিনুল, সাদমান ও মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামতে বাকি আছেন মিরাজ, তাইজুল ও নাঈম।
আজ ম্যাচের শেষ দিন। জিততে হলে আজ বাংলাদেশকে করতে হবে ২৬২ রান। এই রান না করতে পারলেও চার উইকেটে যদি বাংলাদেশ দিন পার করে দিতে পারে তাহলে ম্যাচটি ড্র হবে। আর পুরো দিন যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটি ড্র হবে।
পিবিএ/বাখ