পিবিএ ডস্ক: বৃষ্টির কারণে মঙ্গলবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ব্রিস্টলে সোমবার রাত থেকে টানা বৃষ্টির কারণে আগে থেকেই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। মঙ্গলবারও সকাল থেকেই চলে টানা বৃষ্টি।
বৃষ্টির কারণে কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টসও হতে পারেনি। ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণে পড়তে হচ্ছে টাইগারদের। শ্রীলঙ্কার সাথে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। চার ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে টাইগাররা। আর পরাজিত হয়েছে দুটিতে।
এর আগে বৃষ্টির কারণে গত ৭ জুন একই মাঠে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা জিতেছে শুধু দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। এক জয়ে ও দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।
পিবিএ/এএইচ