বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম চার দিনের ম্যাচ পরিত্যক্ত

পিবিএ ডেস্ক: বাংলাদেশ এ দল ও শ্রীলঙ্কা এ দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচটি ২ দিন বাকি থাকতেই বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

কাতুনায়েকেতে প্রথম দিন থেকেই শুরু হয় বৃষ্টি। প্রথম দিনে সারাদিনের ভারী বর্ষনে টসও মাঠে গড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও একই ধারা অব্যাহত থাকে। ফলে আর ম্যাচের সম্ভাবনা না থাকায় দুদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সিরিজের দ্বিতীয় চারদিনে ম্যাচটি মাঠে গড়াবে ৩০ সেপ্টেম্বর। যথাক্রমে ৭,৯ ও ১২ অক্টোবর সিরিজে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ

পিবিএ/ইকে

আরও পড়ুন...