পিবিএ ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা ৩.৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তাতে বাঁধা সৃষ্টি করেছে বৃষ্টি। ডাবলিনের ম্যালাহাইডে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত করা যায়নি। এর আগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আইরিশদের ১৯৬ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
এ মাঠেই দুই বছর আগে সর্বশেষ দেখা হয়েছিল দুই দলের। ২০১৭ সালের ১৯ মে’র সেই ম্যাচে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৯ বারের মুখোমুখি দেখায় ৬ বারই জিতেছে বাংলাদেশ নিজেদের পক্ষের এমন ইতিহাস নিয়েই আজ মাঠে নামবে টাইগার বাহিনী। তার ওপর মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ৮ উইকেটের জয় মাশরাফি বিন মুর্তজাদের জোগাবে বাড়তি আত্মবিশ্বাস।
এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের। তার জন্য উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিংকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
পিবিএ/আরআই