বৃষ্টির দিনে জুতা ভিজে গেলে কী করবেন?

পিবিএ ডেস্ক: বৃষ্টির দিনগুলোতে মনে যতোই রোমান্টিকতার উদয় হোক না কেনো, কিন্তু দিনযাপনে বাধা হয়ে দাঁড়ায়। চলতি পথে হঠাৎ বৃষ্টির হানায় ভিজে একাকার হতে হয়। হঠাৎ করে ভিজে গেলে একটু বিব্রতই হতে হয়। বৃষ্টির দিনে চামড়ার জুতোয় ড্যাম্প ধরার সম্ভাবনা থাকে। তাই বলে জুতো ব্যবহার করবেন না? জুতো জোড়া তুলে না রেখে বরং সাবধানে ব্যবহার ও যত্ন করুন। বর্ষাতেও জুতো কীভাবে ভাল রাখা যায়, এবং বৃষ্টির দিনে জুতা ভিজে গেলে যা করবেন তাই থাকছে আজকের লেখায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে জুতা ভিজে গেলে যা করবেন ঃ

১। ভেজা জুতা শুকাতে তাপ দেয়া ঠিক হবে না। এর ফলে চামড়া শুকাবে ঠিকই কিন্তু চামড়া এবড়োথেবড়ো হয়ে যায়। তাতে সাধের জুতাটাই নষ্ট হয়ে যাবে। ড্রায়ার দিয়ে জুতা শুকনো করার কথা চিন্তাই করা যাবে না।

২। ভেজা জুতা শুকাতে কাগজ বা কাপড় ব্যবহার করতে পারেন। এটি চামড়ার ভেতরের পানিও শুষে নেবে।

৩। ঘরের তাপমাত্রায় জুতা শুকনো না হলে ভেপার ব্যবহার করা যেতে পারে। ভেপার আয়রনের মাধ্যমে এ কাজ করা যেতে পারে।

এবার জেনে নিন বৃষ্টির দিনে জুতা যত্নে রাখার কিছু উপায়ঃ

১। এ সময় নিয়মিত জুতা পালিশ করানো উচিত। তাতে কাদা, ছত্রাক ইত্যাদি উঠে যায়। এছাড়া পালিশ থাকলে অনেকসময় জুতার ওপর পানি জমে থাকে না। তাই এ ঋতুতে নিয়মিত জুতা পালিশ করতেই হবে।

২। সাধারণ ‘শ্যু কন্ডিশনার’ দিয়ে পালিশের চেয়ে একটু আলাদা ‘শ্যু ওয়াক্সিং’। জুতা যদি দামি হয় তবে বর্ষার গোড়াতেই এটা করিয়ে নেয়া ভালো। এর ফলে জুতার চামড়া একদম সুরক্ষিত থাকবে।

৩। একটু খোঁজ করলেই জুতার দোকানে মিলবে এ স্প্রে। এ জিনিস নিজের সঙ্গে রাখতে পারেন। হঠাৎ বৃষ্টির আগমনে জুতায় লাগিয়ে নিলেই হবে। তবে স্প্রে প্রয়োগে জুতার রঙ বদলানোর সম্ভাবনা থাকে। সেটা মাথায় রেখেই স্প্রে বেছে নিন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...