‘বৃষ্টি’ চরিত্রে জয়া

joya

পিবিএ ডেস্ক : বৃষ্টি মানেই ভালোবাসা, বৃষ্টি মানেই মন খারাপের মাঝেও নতুন করে প্রেম খুঁজে পাওয়া। কিন্তু বৃষ্টির স্মৃতি মানেই কি প্রেম? অর্ণব পালের পরিচালনায় ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিতে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। ছবিটি সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে জয়ার চরিত্র খুবই ডায়নামিক। এরকম চরিত্রে আগে তাকে দেখা যায়নি। বৃষ্টির চরিত্রে প্রচুর ডার্ক শেড রয়েছে।

ছবিতে জয়ার চরিত্রের নাম বৃষ্টি। যে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। ডাক্তারের পরামর্শে বাইরে বেড়াতে গিয়ে একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। যা পুলিশ-আদালত পর্যন্ত গড়ায়। এখানে মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও দেখা যাবে বাদশা মৈত্র, রজতাভ দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায় এবং সায়ন্তনী গুহঠাকুরতাকে। সম্প্রতি হয়ে গেল এই সিনেমার মিউজিকের লঞ্চ।

এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান-প্রত্যুষ। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র এবং রকেট মণ্ডল। গেয়েছেন ইমন চক্রবর্তী। মেগা সিরিয়াল, টেলিফিল্ম বানালেও এটাই অর্ণবের প্রথম বড় কাজ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...