পিবিএ,ডেস্ক: বৃষ্টি যেন বাংলাদেশ দলকে ছাড়ছেই না। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়। মঙ্গলবার (২৮মে) নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপরও দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় চান মাশরাফি-সাকিবরা। ক্রিকেটের আসন্ন শোপিস ইভেন্টের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৮মে) মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত। উভয় দলই জয় দিয়ে বিশ্বকাপের মূলপর্বে পা রাখতে চায়। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
এ দিকে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছেন বিরাট কোহলিরা। তাই এ ম্যাচে জয় নিয়েই আবার ফর্মে ফিরতে চায় ভারতীয় দল। মূল লড়াইয়ে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করে দুই পড়শি দলেরই টিম ম্যানেজমেন্ট। তবে সবার জন্যই আগাম খারাপ খবর-এদিনও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কার্ডিফে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকেই বৃষ্টি শুরু হতে পারে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ো হাওয়া থাকতে পারে। চলবে সন্ধ্যা পর্যন্ত। ফলে বাংলাদেশ-ভারত লড়াইয়ে মাঠে একটি বল না গড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না।
আবার সেখানকার আবহাওয়া উল্টো পথেও হাঁটতে পারে। পূর্বাভাস মিথ্যা প্রমাণ করতে পারে। আকাশে রোদ-বৃষ্টি লুকোচুরি করতে পারে। ফলে খেলা গড়ালেও বিস্ময়ের কিছু নেই। সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচেও আলাদা উত্তেজনা বিরাজ করছে। ২২ গজে দুই দলের মুখোমুখি মানেই ভিন্ন স্বাদ-রোমাঞ্চ। যে উত্তেজনার আঁচ উভয় দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে পরিলক্ষিত। স্বাভাবিকভাবেই তাদের কাছে এ ম্যাচের গুরুত্ব আলাদা।
গেল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে তা নিয়ে হইচই কম হয়নি। টাইগার সমর্থকরা দাবি করেন, অন্যায়ভাবে হারানো হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
পিবিএ/আরআই