বৃহষ্পতিবার রাবির শিক্ষক সমিতির নির্বাচন

রাবি

পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনে প্রার্থী ও প্যানেলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ বি এম হামিদুল হক দুলাল।
হামিদুল হক দুলাল বলেন, নির্বাচনে ১১৩০ জন ভোটার রয়েছেন। প্রার্থী ও প্যানেলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সমন্বয়ে ‘হলুদ প্যানেল’ এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের সমন্বয়ে ‘সাদা প্যানেল’।
হলুদ প্যানেল থেকে সভাপতি পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপরদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ফারুকী এবং সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ড. খন্দকার ফরহাদ হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ প্রগতিশীল শিক্ষকদের মধ্যে অনৈক্য ছিল। এটা অত্যন্ত দুঃখজনক। আশাকরি এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সহযোগিতায় আমাদের প্যানেল জয়ী হবে।
ড. আমিনুল ইসলাম জানান, বর্তমান প্রশাসনের পক্ষের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলে তারা অনিয়মের ব্যাপারে সোচ্চার হতে পারবেন না। তাই শিক্ষকরা আমাদের প্যানেলকে নির্বাচিত করবেন

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...