পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও তালিকা ভূক্ত আসামী আমজাদ হোসেন ওরফে পেটকাটা খালাসী সুমন(২৯) ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের কামাল চেয়ারম্যানর বাড়ীর আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ১ রাউন্ড কার্তুজ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান সিকদার পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কামাল চেয়ারম্যানের বাড়ির আস্তায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে বেগমগঞ্জের পূর্বাঞ্চলে মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। গ্রেফতারকৃত খালাসী সুমনের নামে দুটি খুনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও একটি খুনসহ
একাধিক মামলা রয়েছে। এদিকে খালাসী সুমন ও কামাল গ্রেফতার হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে এলাকাবাসী। তাদের কাছে এতো দিন এলাকার মানুষ জিম্মি ছিলো। এরা রাজনৈতিক ছাত্রছায়ায় থেকে চৌমুহনীসহ উপজেলার বিভিন্ন স্থানে নানা অপকর্ম চালিয়ে আসছিলো।
পিবিএ/ইএন /হক