পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে গহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুই আসামী সাইফুল ও বাবুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪মে) দুপুরে পুলিশ দোয়ালিয়া গ্রামের একটি বাড়ী ঘেরাও করে আসামীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ওই গ্রামের মো: মোস্তফার ছেলে সাইফুল ইসলাম ও রুদ্রুপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে বাবু। এরআগে বৃহস্পতিবার রাতে গৃহবধূর ঘরে ঢুকে আসামীরাসহ তিনজন গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে।
নির্যাতিতার পরিবার জানায়, অভিযুক্ত তিন আসামী বাবু, হারুন ও সাইফুফের সাথে পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে ভিকটিমের স্বামীর সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিভিন্ন সময় আসামীরা তাদের হুমকি দিয়ে আসছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে তিন জন ভিকটিমকে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বাড়ীর লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
ধর্ষিতার পরিবার আরো অভিযোগ করেন, গণধর্ষণ শেষে আসামীরা তাদের ঘর থাকা ৪০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও তাদের বসত ঘরে ব্যাপক ভাঙচুর করে। বেগমগঞ্জ থানার অফিসর ইনচার্জ (ওসি) ফিরোজ হোসাইন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত বাবু এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী। সে থানার তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরো বলেন, ধর্ষনের শিকার ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পিবিএ/ইএনই/আরআই