পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে এক আফ্রিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারী) রাত আড়াই টারদিকে উপজেলার রসুলপুর ইউপির রফিকপুর গ্রামের ভূঁইয়া বাড়ির দক্ষিন আফ্রিকা প্রবাসী আবুল বাশারের বাড়িতে ১০/১২জনের একদল সশস্ত্র ডাকাত তার বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে বসত ঘরে প্রবাসীর স্ত্রী শাহিন আকতার (৩৫)কে মারধর করে মুখে স্কসটেপ লাগিয়ে অস্ত্রের মুখে দুই ছেলে ও মেয়েকে জিম্ম করে দুই ভরি স্বর্ণালংকার, দুইটি মোবাইলফোন , নগদ ৬ হাজার টাকা ও মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন সকালে গুরুত্বর আহত গৃহবধু শাহিন আক্তারকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ শাহাজাহান শেখ ও সেনবাগ থানার ওসি মিজানুর রহমান দুপুর সাড়ে ১২টার সময় গৃহবধুকে দেখতে সেনবাগ হাসপাতালে যান। এসময় তারা গৃহবধুর সঙ্গে কথা বলেন।
হাসপাতালে চিকিৎসার্ধীন প্রবাসীর স্ত্রী শাহিন আকতার পিবিএকে জানান, গত কয়েকদিন যাবত ওই এলাকায় ছুরি, ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এরআগে শনিবার একই এলাকার দ্উাদ মিয়ার বাড়িতে ও অনুরুপ ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার মোহাম্দ শাহাজাহার শেখ পিবিএকে জানান,তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অপরাধীরা কেউ পার পাবেনা
পিবিএ/এফএস