বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা

দীর্ঘ ১০ বছর পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
বামে আবদুর রহিম ডানে মাহফুজুল হক আবেদ

পিবিএ,নোয়াখালী: দীর্ঘ ১০ বছর পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার সন্ধায় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন এই আহবায়ক কমিটির আহবায়ক হয়েছেন বর্তমান উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, সদস্য সচিব হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক আবেদ।

দীর্ঘ ১০ বছর পর ৩৩ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি দেওয়ায় উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু জানান, বেগমগঞ্জ উপজেলা বিএনপিকে আরো গতিশীল ও মিথ্যা মামলায় কারান্তরীন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতেই নতুন এই আহবায়ক কমিটি দেয়া হয়েছে।

এই কমিটি আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

পিবিএ/ইএনই/আরআই

আরও পড়ুন...