পিবিএ, পীরগাছা(রংপুর) : রংপুরের পীরগাছা থানার এএসআই মাসুদুর রহমান নিজের বেতনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, লবণ ও সাবান কিনে অসহায়দের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
শনিবার উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের ভিক্ষুক মালতী রাণীর বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
তিনি জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অনেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ফলে খাদ্য সংকটে পড়েছে খেঁটে খাওয়া দুস্থ মানুষ। এমনি কিছু কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশের এএসআই মাসুদুর রহমান। নিজের বেতনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, লবণ ও সাবান কিনে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
শনিবার উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের ভিক্ষুক মালতী রাণীর বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এভাবে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে বের করে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করছেন।
এএসআই মাসুদুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি বেতনের টাকা দিয়ে কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।
তিনি চলমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ।
পিবিএ/ শাহিনুর ইসলাম প্রান্ত/