পিবিএ,টঙ্গী: টঙ্গীতে বেতনের টাকাকে কেন্দ্র করে স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী। নিহতের নাম দুলালী বেগম(৩৪)। এ ঘটনার পর থেকে স্বামী রুহুল আমিন পলাতক রয়েছেন।
রবিবার রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলালী বেগম রংপুরের রাজারহাট উপজেলার সাতভিটা গ্রামের বাসিন্দা। নদীবন্দর এলাকায় মোছলেম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বিসিক এলাকায় একটি ডাইং কারখানায় কাজ করতেন দুলালী।
স্থানীয়রা জানান, বেতনের টাকা নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ চলছিল দুলালীর। এরই জেরে রোববার ফের কথা কাটাকাটি হয়। একপর্যায় স্ত্রী দুলালীকে গলাটিপে হত্যা করে রুহুল আমিন পালিয়ে যান।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন পিবিএকে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী রুহুল আমিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পিবিএ/এফএস