পিবিএ,বেনাপোল: যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন শনিবার সকালে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে ১৭ বোতল মদ ও বুজতলা গ্রাম থেকে ৪ টি ভারতীয় গরু জব্দ করেছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি ঘটনায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও একটি মদের চালান জব্দ করা হয়। শার্শা বুজতলা গ্রামে থেকে ৪ টি ভারতীয় গরু, বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট দিয়ে ভারতীয় মদের একটি চালান জব্দ করা হয়।
চেকপোস্টের সুবেদার মিজানুর রহমান জানান, লোকাল বাস তল্লাশী করে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৪টি ভারতীয় গরু, ১৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। আটককৃত গরু ও মদ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হবে।
পিবিএ/জেডআই