বেনাপোলের আবাসিক হোটেল থেকে ৬ রোহিঙ্গা নারী আটক

নারী পাচার
প্রতীকী ছবি।

পিবিএ,বেনাপোল(যশোর): বেনাপোলের আবাসিক হোটেল সান সিটি থেকে ২৯ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে ভূয়া পাসপোর্টে ভারতের যাওয়ার সময় ৬ রোহিঙ্গাসহ ১ জন পাচারকারীকে আটক করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বেনাপোল বাজারের আবাসিক হোটেল সান সিটিতে একদল রোহিঙ্গা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে, এসআই লতিফের নেতৃত্ব আবাসিক হোটেলটিতে অভিযান চালিয়ে ৬ জন রোহিঙ্গাসহ ১ জন পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলেন, আজিজ তাহারা(১৭),হাফিজা খাতুন(২০),শরিফ(১৯),মনজিদা খাতুন(১৫),সখনিা আক্তার(১৫),ইয়াসমিন আক্তার(১৮) ও পাচারকারী মঞ্জুর আহম্মেদ (৩৯)।আটকৃত রহিঙ্গা ৬নারীর বাড়ি মিয়ানমারে, আটক পাচারকারী মঞ্জুর আহম্মেদের বাড়ি চাঁদপুর জেলায়।

ঘটনা সূত্রে জানা যায়, পাচারকারী মুঞ্জুর আহম্মেদ তাদেরকে ভূয়া পাসপোর্টের মাধ্যমে ভারতে পাচার করার উদ্দশ্যে হোটেল সান সিটিতে নিয়ে আসে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, তাদেরকে পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

 

পিবিএ/এসএন/জেডই

আরও পড়ুন...