বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক পাচারকারী আটক

পিবিএ, বেনাপোল : খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ৮ এপ্রিল ( সোমবার) রাতে বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারী আটক করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্টথানাধী পুটখালী সীমান্তের উত্তরপাড়া গ্রামের ভান্ডারী মোড় দিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের উত্তরপাড়া গ্রামের ভান্ডারী মোড়ে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আল-আমিন (১৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক আল-আমিন বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের রহীম গাজীর ছেলে।

অপরদিকে পুটখালী বিওপির অন্য একটা টহল দল শিকড়ী বট তলা মাঠ এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। এছাড়া ০৭ এপ্রিল রাতে দৌলতপুর বিওপির একটি টহল দল দৌলতপুর গ্রামের মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় ২২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার(পিবিজিএমএস) জানান, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকৃত মাদক দ্রব্যসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

পিবিএ/এসএনইউ/এমএসএম

আরও পড়ুন...