বেনাপোলে পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

পিবিএ,বেনাপোল: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৮ মে (বুধবার) দুপুরে অস্ত্র গুলি ও বিপুল পরিমান মাদকসহ দুইজন আটক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা থানার যাদবপুর কাজিরবেড় এলাকা অস্ত্র গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে, এসআই বাবুল,এসআই কামরুল, ও এসআই কবির সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১টি অস্ত্র ১ রাউন্ড গুলিসহ নাজমুল হোসেন ইলাহী শামীম (৩২) আটক করে।

আটক
আটক নাজমুল হোসেন ইলাহী শামীম (৩২) ও সোহানুর রহমান সোহান (২২)

পৃথক অভিযানে নাভারন হাসপাতাল মোড় এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সোহান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক শামীম শার্শা থানাধীন কাজিরবেড় (যাদবপুর) এলাকার আঃ সামাদের ছেলে ও আটক সোহান শার্শা থানার আঃ আজিজের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান জানান, ১ টা অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে ও ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সোহান একাধিক হত্যা মামলার আসামী। আটকৃতদের যশোর আদালতে প্রেরন করা হয়েছে।

পিবিএ/এন/আরআই

আরও পড়ুন...