বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


পিবিএ,বেনাপোল: যশোর র‌্যাব-৬ সদস্যরা ২৩ মে (বৃহস্পতিবার) রাতে বেনাপোল পোর্টথানাধীন শেখারীপোতা বাজারের এর উত্তর পাশে জৈনক ভোলা মিয়ার চাতাল সংলগ্ন জমিনের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব পিবিএ’কে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্টথানাধীন শেখারীপোতা বাজারের উত্তর পাশে জৈনক ভোলা মিয়ার চাতাল সংলগ্ন জমিনের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে ১২৫ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু সালাম(১৯) কে আটক করা হয় । আটক আবু সালাম বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামের মোঃ জয়নালের ছেলে।

যশোর র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম পিবিএ’কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধ্বংসকরী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এসএনইউ/এমএসএম

আরও পড়ুন...