বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ৩

পিবিএ,বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর মাঠের মধ্য টহলের কালে রবিবার রাতে তিনজন চোরাকারবারীকে দেখতে পায়। বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল মোঃ বুদু (২০), পিতা- মোঃ কালাম, গ্রাম- গাজীপুর, পোষ্টঃ বেনাপোল পোর্ট, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ২০১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয় এবং অন্য দুইজন পালিয়ে যায়।

ভারতীয় ফেন্সিডিল
মাদকদ্রব্য ও আতশ বাজি আটক

দৌলতপুর বিওপি’র একটি টহল দল দৌলতপুর সরদার পাড়া জনৈক বজলু মিয়া এর পুকুর পাড় হতে সোমবার ভোরে মোঃ আরিফুল ইসলাম (৩৩), পিতা- মৃত সাহেদ আলী, মোঃ ইয়াকুব আলী (৩৫), পিতা-মোঃ আতিয়ার হোসেন, উভয়ের গ্রাম-দৌলতপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭০০ প্যাকেট ভারতীয় আতশ বাজিসহ আটক করে।

এছাড়াও পুটখালী বিওপির অন্য একটি টহল দল পুটখালী উত্তর পাড়া গ্রামস্থ আম বাগানের মধ্য হতে সোমবার ভোরে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য দ্রব্যসামগ্রীর সর্বমোট মূল্যমান দুই লক্ষ আটান্ন হাজার টাকা। আটককৃত আসামী, মাদকদ্রব্য ও আতশ বাজি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পিবিএ/এন/আরআই

আরও পড়ুন...