পিবিএ,যশোরঃ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) – এর অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া নামক স্থান হতে মোঃ কোরবান আলী (২৬), পিতা-মৃত মতিয়ার হোসেন, গ্রাম-হাড়িয়াদাড়া, থানা-ঝিকরগাছা এবং জেলা যশোরকে ৪৮ পিস বাংলাদেশী পরচুলাসহ আটক করা হয়। অপরদিকে দৌলতপুর বিওপি’র অন্য একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ জনৈক কলিমের পুকুর পাড় হতে মোঃ দুধ মল্লিক (৪৫), পিতা-মৃত মতিয়ার রহমান, গ্রাম-বড় আচড়া, থানা-বেনাপোল পোর্ট এবং জেলা যশোরকে ০৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে। এছাড়া পুটখালী বিওপি’র আরো দুইটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের শিকড়ী মাঠের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় সর্বমোট ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ইমারান উল্লাহ সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেছে এবং পরবর্তীতে মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ/জমা করা হয়েছে।
পিবিএ/এনইউ/এমআর