পিবিএ,বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তরপাড়া ইটের সোলিং রাস্তার উপর হতে ১২ মে রাতে ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
পুটখালী বিওপির একটি টহল দল ১৩ মে রাত ১২ টার সময় পুটখালী কৃষ্ণপুর জনৈক আরব আলীর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে ভারতীয় মাছের রেনু পোনা ২০ বস্তা ও ০১টি টাটা মিনি পিকআপ আটক করে। এছাড়াও পুটখালী বিওপির অন্য একটি টহল দল ১৩ মে রাত আড়াইটার সময় পুটখালী পশ্চিম পাড়া ঈদগাহ নামক পাকা রাস্তার উপর হতে ভারতীয় গরু ০১টি আটক করে।
দৌলতপুর বিওপির টহল দল ১৩ মে রাত ৪ টার দিকে গাতিপাড়া স্কুল মাঠ নামক স্থান হতে ১২৪ কেজি চা পাতা, ৬০ কেজি লোহা কুচি, ৩৮০ বোতল দুলহান কেশকালার এবং ৬৮ পিস পন্ডস ফ্রেসওয়াস আটক করা হয়েছে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার ( পিবিজিএমএস) জানান, আটককৃত দ্রব্যসামগ্রীর মূল্যমান- ১৫,১৬,৮০০/- (পনের লক্ষ ষোল হাজার আটশত) টাকা। আটককৃত পণ্যসামগ্রী বেনাপোল কাস্টম হাউজে জমা করা হয়েছে।
পিবিএ/টিটি/আরআই