বেনাপোলে হেপাটাইটিস বি ভ্যাকসিনসহ আটক ১

 

পিবিএ,বেনাপোল: খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা রবিবার (৩১ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিনসহ ১পাচারকারীকে আটক করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমান হেপাটাইটিস বি ভ্যাকসিনের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গাতীপাড়া পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ৮০ পিস হেপাটাইটিস বি ভ্যাকসিন ও ১টি মোটর সাইকেলসহ মোঃ রুবেল হোসেন (২৫) কে আটক করা হয় । আটক রুবেল যশোরের আমরাখালি গ্রামের বাসিন্দা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) পিবিএ’কে জানান, বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিনসহ ১পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ভ্যাকসিন ও মোটর সাইকেলের আনুমানিক মূল্যমান ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা । আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন

পিবিএ/এন/হক

আরও পড়ুন...