পিবিএ,বেনাপোল: বেনাপোল চেকপোস্ট থেকে ১০হাজার ইউএস ডলারসহ কবির মাতব্বর নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা | মঙ্গলবার ( ১৯ মার্চ) সকালে বেনাপোল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক কাবির ফরিদপুর মালিগ্রামের মনসের মাতব্বরের ছেলে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,বিপুল পরিমান ডলার নিয়ে এক যাত্রী ভারতে যাচ্ছে। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমন্ডার শহিদের নেতৃত্ব বিজিবি সদস্যরা ভারতে প্রবেশকালে কবিরকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০হাজার ৩ ইউএস ডলার। যা বাংলাদেশী টাকায় ৮লাখ ৪০হাজার২শ৫০টাকা।
যশোর৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা(পি,এস,সি এ,সি) পিবিএকে জানান বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমন্ডার শহিদের নেতৃত্ব বিজিবি সদস্যরা ভারতে প্রবেশকালে কবিরকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০হাজার ৩ ইউএস ডলার। কবিরের বিরুদ্ধের পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
পিবিএ/এফএস