পিবিএ,বেনাপোল (যশোর): যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার ভোরে ছোট আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১৫০ বোতল ফেনসিডিল সহ শাকিল (১৮)পিতা শামীম এবং রিপন (১৮)পিতা বাবুল হাওলাদার উভয় গ্রাম ভবারবের থানা বেনাপোল পোর্ট জেলা যশোর তাদেরকে আটক করেন।
বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান,গোপন সংবাদে মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে যশোর নেওয়া জন্য ছোট আচড়া মন্দির এর পাশে অবস্থান করছে ।এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক মাহমুদুল, নায়েক শামসুর হক,ল্যান্স নায়েক মনিরুজ্জামান, সিপাহী সাইদুর রহমান, সিপাহী তোফায়েল ও সিপাহী আশরাফ সেখানে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল সহ শাকিল ও রিপন নামে ২ জন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। একই সময় শার্শা থেকে ৭৬ কেজি ভারতীয় চা পাতা, ও গাতীপাড়া সীমান্ত থেকে ২৪০০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম ১৫০ বোতল ফেনসিডিল সহ শাকিল ও রিপন নামে দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
পিবিএ/এনএস/জেডআই