বেনাপোল সীমান্তে টাকাসহ ২ হুন্ডি পাচারকারী আটক

পিবিএ,বেনাপোল: খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল পুটখালি সীমান্ত থেকে ১৭ (মার্চ) রবিবার দুপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করেছে ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্তে মসজিদ বাড়ী পোস্ট দিয়ে বিপুল পরিমানে একটি হুন্ডির চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্ট এলাকায় সুবেদার কামাল হোসেনের নের্তত্বে একদল বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ হুন্ডির টাকাসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জাকির বেনাপোল পুুটখালি গ্রামের আশরাফ আলীর ছেলে ও সেলিনা খাতুন একই গ্রামের আশানুর রহমানের স্ত্রী। টাকার মালিক-পুটখালি গ্রামের রায়হান, সেলিম ও রেজা বলে জানায় হুন্ডি পাচারকারীরা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) পিবিএ‘কে জানান,বেনাপোল পুটখালি সীমান্তের মসজিদ বাড়ী পোস্ট থেকে সাড়ে ৭ লাখ হুন্ডির টাকাসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত টাকাসহ আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

পিবিএ/এনইউ/হক

আরও পড়ুন...