পিবিএ,বেনাপোল: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ গোগা বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন গোগা গ্রামস্থ গাজী পাড়া মাঠের মধ্যে থেকে ২৩ মে (বৃহস্পতিবার) রাত দেড়টার সময় ৯৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
এছাড়াও দৌলতপুর বিওপির টহল দল গাতিপাড়া বড় মসজিদের পার্শ্ব হতে ভোর ৫টার সময় ২৯০০ পিস নেহা মেহেদী, ৪২০ পিস কোলগেট টুথপেষ্ট, ৭৬৬৮ পিস বিভিন্ন প্রকার ইমিটেশন সামগ্রী, ৮০ কেজি চা পাতা এবং ৪৮ প্যাকেট গিটে আতশবাজি আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, আটককৃত পণ্যসামগ্রীর মূল্যমান- চৌদ্দ লক্ষ ষাট হাজার দুইশত চল্লিশ টাকা। আটককৃত পণ্যসামগ্রী বেনাপোল কাস্টম হাউজে জমা করা হয়েছে।
পিবিএ/এনইউ/হক