পিবিএ,বেনাপোল: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় ৪ লাখ হুন্ডির টাকা সহ দুই ভারতীয় ট্রাক ড্রাইভারেকে আটক করেছে। আটকৃতরা হলো ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পাইকপাড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে সুমন (২৪) ও একই গ্রামের দুলাল ঘোষের ছেলে রাকেশ ঘোষ (২৭)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী ভারত থেকে ৪ লাখ হুন্ডি টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম ,ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান, সিপাহী নওশের ও মহিলা সৈনিক রুপালী খাতুন সঙ্গী ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৪ লাখ হুন্ডি টাকা সহ আসামীদের হাতেনাতে আটক করেন । আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে ।
পিবিএ/এসএস/এমএসএম