বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, আটক ১

পিবিএ,বেনাপোল: বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই লাখ টাকাসহ অর্জুন বিশ্বাস (২৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার (১৫ মে) রাতে বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক অর্জুন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগুনার বঁনগা গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে।

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, আটক ১

বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে, বেনাপোল সাদিপুর সড়ক থেকে তল্লাশি করে বাংলাদেশি দুই লাখ টাকা পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা (পিএসসিএসি) জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পিবিএ/এনইউ/আরআই

আরও পড়ুন...