বেনাপোল সীমান্ত ভারতীয় ১০ কেজি গাঁজা সহ আটক-২

পিবিএ,বেনাপোল: বেনাপোল সীমান্তে মঙ্গলবার দুপুরে ভারতীয় ১০ কেজি গাঁজাসহ সবুজ মিয়া (২০)ও সায়রা বেগম (৩৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ।সবুজ মিয়া বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের হয়রত মাঝির ছেলে ও সায়রা বেগম একই গ্রামের এরশাদুল ইসলামের স্ত্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা জানান বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নের্তৃত্বে পৃথক দুইটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বেনাপোল রেলষ্টেশন ও বোয়ালিয়া পশ্চিমপাড়া (বেনাপোল পোর্ট থানাধীন) হতে ১০ কেজি গাঁজা এবং ০২ টি ভারতীয় মোবাইলসহ ০২ জন আসামী আটক করা হয়।

আটককৃত আসামী (এক) মোঃ সবুজ মিয়া (২০), পিতা-মোঃ হযরত মাঝি, গ্রাম-বোয়ালিয়া, ডাকঘর-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর, (দুই) মোছাঃ সায়রা বেগম (৩৫), স্বামী-মোঃ এরশাদুল ইসলাম, গ্রাম-বোয়ালিয়া, ডাকঘর-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

পিবিএ/বেনাপোল শেখ নাছির উদ্দীন/বিএইচ

আরও পড়ুন...