রাজধানীর গাবতলীতে পিক-আপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম আমেনা বেগম। নিহত আমেনা সিটি করপোরেশন নতুন মহল্লার চার নম্বর গলিতে পরিবারসহ থাকতেন। এ ঘটনায় চালক মো. নাজমুল ইসলাম (৩৫)’কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনালের দক্ষিনে গাবতলি-দ্বীপনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর চার ঘন্টার বেশি সময় সড়ত অবরোধ করে আন্দোলন শুরু করে পরিচ্ছন্নতা কর্মীরা। এতে প্রায় ১৫০০ কর্মী অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোরে পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম দায়িত্ব পালনের উদ্দেশ্যে গাবতলী-দ্বিপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে সড়কের ওপরে উঠতে গেলে বেপরোয়া গতির মাটিভর্তি একটি পিক-আপ ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিলো। খানাখন্দে ভরা নির্মাণাধীন কাটা সড়কে বেপরোয়া গতিতে চলছিল পিক-আপটি। হঠাৎ সামনে কাটা গর্ত দেখে চালক গাড়ি ডানদিকের ফুটপাতের দিকে চালিয়ে দেয়। এতে রাস্তায় উঠতে থাকা আমেনা বেগমকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ১০০ ফুট দুরে খাদে নিয়ে সজোরে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৫০০ পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। এতে সকাল থেকে রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। থমকে যায় যানচলাচল।
দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, দীর্ঘ চার ঘন্টা পর (সাড়ে নয়টায়) ক্ষুদ্ধরা সড়ক ছেড়েছে। ঝুঁকিভাতা সহ বিভিন্ন দাবী-দাওয়া সিটি করপোরেশনের ঊধ্বর্তনরা মেনে নিছেন। তাছাড়া দুর্ঘটনার পর থেকে গাবতলী তিনরাস্তায় অতিরিক্ত দুই-প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সকাল দশটার দিকে দারুস সালামের এসি মফিজুর রহমান আরও জানিয়েছেন, ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো-চ-১১-৪৭৫৫) জব্দ করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হবে।