বেপরোয়া চালকের চাকায় পিষ্ট । তাই শোকে কাতর মা। বিষয়টি মানুষের ক্ষেত্রে হলে সহজে কষ্ট বোঝা যেত। দরদী মানুষেরা উপলধ্বি করলে বুঝতে পারবেন অবোলা ঐ মায়ের আর্তনাদ—– হয়তো ঐ চালক একটু সতর্ক হলে এমন ঘটনা ঘটতো না। ছবিটি বেনাপোলের একটি সড়ক থেকে শুক্রবার তোলা। ছবি: পিবিএ/আজিজুল হক