বেরোবিতে “ক্যারিয়ার ইন কর্পোরেট ওয়ার্ল্ড” বিষয়ে সেমিনার

পিবিএ,বেরোবি,রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ইউনিস্যাব রংপুর ডিভিশনাল উইং এর উদ্যেগে সেমিনার আয়োজন করা হয় ।

শুক্রবার(১৭ ই জানুয়ারি ২০২০) উইং সেক্রেটারি আজমিরা বেগমের সভাপতিত্বে এবং তানভীর রোকনের সঞ্চালনায় এই সেমিনার একাডেমিক ভবন ৩ এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০১ নাম্বার গ্যালারির রুমে অনুষ্ঠিত হয় ।

উক্ত সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মি. আহমেদ মঞ্জুরুল হাসান আদনান(এভিপি এবং হেড অফ ট্রেনিং ইনস্টিটিউট অফ আইএফআইসি ব্যাংক লিমিটেড) ।
উক্ত সেমিনারে নির্ধারিত ৮০ টি আসন সংখ্যা রেজিস্ট্রেশনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীগণ অংশ নেন।

এছাড়াও সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিস্যাব এর সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন , সাঈদ ইবনে রশিদ, এস এম এ আল ওয়ালিদ, রংপুর ডিভিশনাল উইং এর উইং সেক্রেটারি আজমিরা বেগম।

সেমিনারে প্রধান বক্তা মি. আহমেদ মঞ্জুরুল হাসান আদনান বর্তমান কর্পোরেট সেক্টর সম্পর্কের দিক নির্দেশনা প্রদান করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী দের মধ্যে কর্পোরেট সেক্টরে জব গুলোর সম্পর্কে ধারণা দিকনির্দেশনা এবং পরামর্শ প্রদান করা।

উক্ত সেমিনার শেষে ইউনিস্যাব রংপুর ডিভিশনাল উইং আরবগত এক বছরের কাজের সম্মাননা হিসেবে ৫ জনকে বেস্ট অর্গানাইজার পুরস্কার প্রদান করে।
পুরস্কারপ্রাপ্ত গন হচ্ছেন বিলাল, রোজ, তাহসিন , আকাশ ও মুশফিরাত।

এছাড়াও বেস্ট ভলান্টিয়ারদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রাপ্ত হচ্ছেন সুমন, কনক, জাহিদ, আলামিন, সুমাইয়া, ফয়সাল, আতিক, নিশি, তাসনিম, আন্নি।

সেমিনার বিষয়ে উইং সেক্রেটারি আজমিরা বেগম বলেন, ইউনিস্যাব রংপুর ডিভিশন এর পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে অনেক বিষয়ের উপর সেমিনারের আয়োজন করে থাকি যাতে শিক্ষার্থীরা সে সব বিষয়ে অবগত থাকেন এবং যথাযত জ্ঞান অর্জন করেন । আমরা ইউনিস্যাব রংপুর ডিভিশন উইং আগামীতে ও এরকম সেমিনারের আয়োজন করে শিক্ষার্থীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতে চাই ।

পিবিএ/নাজমুল হুদা নিমু/এমএসএম

আরও পড়ুন...