বেরোবি ক্যাম্পাসে হলুদ সন্ধ্যা


পিবিএ,রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রতিদিন সন্ধ্যায় সবাই আসতো বন্ধুদের সাথে গল্প করতে, আড্ডা দিতে এবং শোনা যেত গিটারের টুংটাং শব্দে সুরেলা ও বেসুরেলা কন্ঠে বিভিন্ন গান। কিন্তু মঙ্গলবার বিকেলে পাল্টে গেল দৃশ্যপট মুহূর্তের মধ্যেই ক্যাফেটেরিয়ায় তৈরি হল হলুদের মঞ্চ। নিয়ে আসা হল বর ও কনেকে। শোনা গেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম সজল ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিবিএ অনুষদের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সানজিদা জ্যোতির গায়ে হলুদ।

পারিবারিক ভাবে বিয়ের সম্বন্ধ ঠিক হলেও এই আয়োজন বর-কনের পরিবারের কেউ করেনি। পুরো আয়োজনটি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই শুরু হয় হলুদ সন্ধ্যার অনুষ্ঠান।

কোথাও ঝুলছে গাঁদা ফুলের মালা। কোথাও ঝুলছে ঘুড়ি, স্টেজের আশেপাশে ঝিকঝাক মরিচ বাতি দিয়ে ভরা। ক্যাফেটেরিয়ায় এর সামনে বসে বর-কনে হাতে হাত রেখে কাটলেন কেক। ঝাড় বাতি, বাঁশের ডালা, কুলা ও বাহারি ফুলের সমারোহে শুরু হয় হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা। বন্ধুরা পড়েছে হলুদ পাঞ্জাবি আর বান্ধুবীরা পড়েছে হলুদ শাড়ী। রাত নামতেই তাঁদের হাত রঙিন হয়ে উঠল বন্ধুদের দেওয়া হলুদে। আর চলছে সাউন্ড বক্সে গান। অন্য দশটি গায়ে হলুদের অনুষ্ঠানসূচির মতোই স্বাভাবিক। তবে পার্থক্য বলতে গায়ে হলুদের এই অনুষ্ঠান কোনো কমিউনিটি সেন্টারে কিংবা ঘরের চৌহদ্দিতে বা রেস্টুরেন্টে হয়নি। এই অনুষ্ঠানের সাক্ষী হয়েছে রংপুর বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে।

নগরীর মাহিগঞ্জ এলাকার সিরাজুল হকের ছেলে শরিফুল ইসলাম সজল ও মেডিকেল পূর্বগেট এর কনের বাসা পরিবারের সবার ছোট মে সানজিদা জ্যোতির হলুদ সন্ধ্যা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায়।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ব্যতিক্রমী গায়ে হলুদের আয়োজন করা হয়। এসময় বরের সহপাঠীরা ছাড়াও বিভাগের সিনিয়র-জুনিয়রদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিয়ের বর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম সজল। পারিবারিক ভাবেই বিয়ে ঠিক হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিবিএ অনুষদের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সানজিদা জ্যোতির সঙ্গে। আগামী ২২ ফেব্রুয়ারি রংপুরের মাহিগঞ্জে গ্রামের বাড়িতে আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে সম্পন্ন হবে।

এ বিষয়ে বর শরিফুল ইসলাম সজল পিবিএ’কে বলেন, অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল ক্যাম্পাসে গায়ে হলুদ করার। বন্ধুরা সবাই মিলে আমার জন্য যে আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন সবাই।
বেরোবি সাংবাদিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল পিবিএ’কে বলেন, বেরোবি ক্যাম্পাসে এটি নতুন মাইলফলক। এর আগে এমন আয়োজন হয়নি। এ উপলক্ষে বেরোবিতে হলুদের সমারোহ তৈরি হয়েছে। অন্যরকম রুপ পেয়েছে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ। বসন্তের শুরুতে বসন্তকেবারও বেশি রাঙ্গিয়ে তোলে এই হলুদ সন্ধা। তাদের ভবিষ্যত দাম্পত্য জীবনের জন্য সবার শুভকামনা।

পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম

আরও পড়ুন...