পিবিএ ডেস্ক: বেলজিয়ামের এন্টওয়ার্পে একটি লরির ভেতর থেকে ১২ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে ১১ জন সিরীয় এবং বাকি একজন সুদানের নাগরিক। অবৈধভাবে তারা ইউরোপে প্রবেশ করেছিল। তাদের বেলজিয়ামের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই লরির চালকরা জানিয়েছেন, তাদের অজান্তেই অভিবাসীরা লরিতে প্রবেশ করেন। যুক্তরাজ্যে একটি লরির ভেতর থেকে ৩৯টি মরদেহ উদ্ধার হওয়ার এক সময়েরও কম সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটল।
পিবিএ/ইকে