পিবিএ ডেস্ক : বেলে ডেলফাইন সত্য়িই কি মারা গিয়েছেন? সম্প্রতি তার ইন্সটাগ্রামের পোস্টকে ঘিরে এমনই বিতর্ক তৈরি হয়েছে। উনিশ বছরের এই ব্রিটিশ কসপ্লেয়ার একটি টিকটক ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি লাইভ সুইসাইড দেখিয়েছেন।
তারপরই তার ভক্তেরা সেখানে RIP লিখতে শুরু করেন। তবে এই পোস্ট নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেদিন ইনস্টাগ্রামে তিনি এমন একটি লাইন লেখেন যা নিয়েও তৈরি হয়েছে সংশয়। সত্যিই কি হারিয়ে গেলেন এই উনিশের কন্যা ?
পিবিএ/জিজি