শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ভেজাল ও নকল পণ্য, পরিমাপে কারচুপি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিএসটিআই।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন’র (বিএসটিআই) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহীত বিশেষ কার্যক্রম’ সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ভেজালকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ভেজালকারী ছোট হোক বা বড় হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
এছাড়া রমজানে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে ‘পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা’র (বিএসটিআই) ভেজালবিরোধী বিশেষ অভিযানেরও ঘোষণা দেন মন্ত্রী।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর/সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।