বেশি দামে বিক্রির দায়ে বাটাকে জরিমানা

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীতে বাটাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০মে) দুপুরে লিখিত অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বেশি দামে বিক্রির দায়ে বাটাকে জরিমানা

অভিযানকালে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শু কালার বিক্রির দায়ে রাজবাড়ী বাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম পিবিএকে জানান,লিখিত অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শু কালার বিক্রির দায়ে রাজবাড়ী বাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারা সর্ম্পকে ধারণা দেওয়া ও লিফলেট বিতারণ করা হয় এবং আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

পিবিএ/সিএস/আরআই

আরও পড়ুন...