পিবিএ,ঢাকা: বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
সোমবার (8 এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকনিবন্ধিত ৫ লাখ ১৪ হাজার ৮৩৪ নম্বর পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন হয়েছে। বর্ধিত সময়ে এর পরের সংখ্যা থেকে জাতীয় হজ ও ওমরাহনীতি অনুযায়ী ৫ লাখ ৩৪ হাজার ৯২ পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন করা যাবে। তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার জন্য ১০ এপ্রিলের মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য সরকারি ছুটির দিনেও পাসপোর্ট দাখিল করা যাবে।
পিবিএ/এএইচ